|
---|
আনোয়ার আলি, মেমারি, ১২ সেপ্টেম্বর, নিত্যানন্দ ব্যানার্জী – মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ পাওয়ার পর থেকেই ১০টি অঞ্চলের নবাগত ও অভিজ্ঞ তৃণমূল কর্মীদের নিয়ে টিম করে পঞ্চায়েত নির্বাচনে কাজ করে চলেছে তার প্রমাণ ১০টি অঞ্চলের প্রধান, উপ প্রধান, বিভিন্ন সমিতির সদস্য থেকে শুরু করে মেমারি ১ পঞ্চায়তে সমিতির সভাপতি, সহসভাপতি ও স্থায়ী সমিতির সদস্য নির্বাচনের ক্ষেত্রে দেখা গেছে। জেলা পরিষদের বন ও ভূমি সংরক্ষণ বিভাগের স্থায়ী সদস্যও হয়েছেন তিনি। এবার ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী মঙ্গলবার সন্ধ্যায় একটি প্রেস মিটে দুটি হেল্পলাইন নাম্বার ঘোষণা করলেন। একটি তার নিজস্ব নাম্বার ৯৪৩৪৪৭৩৭২৫ অন্যটি মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদার নাম্বার ৯৭৩২৩১০৪৯১। তিনি সাংবাদিকদের জানান, মেমারি ১ পঞ্চায়েত সমিতি ও মেমারি ১ ব্লকের অধীনস্থ ১০ টি পঞ্চায়েতের কাজকর্ম, উন্নয়ণ, ব্যবহার ও আচরণ সম্পর্কে জনগণের কোন পরামর্শ থাকলে অথবা অভিযোগ থাকলে সরাসরি ফোন বা মেসেজ করার জন্য। তিনি বলেম মানুষের ভোটে জিতে মানুষের জন্য পঞ্চায়েত গঠন করা হয়েছে তাই মানুষ যাতে তার সমস্যার কথা সরাসরি জানাতে পারেন তার জন্য এই ব্যবস্থা। ইতিমধ্যে তিনি সকল সদস্যদের তার এলাকার সমস্যাগুলি কী কী আছে তা দেখার জন্য বলেছেন।