সুদূর বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসা করে জাকির হোসেনের জনতার দরবারে আসলেন এক রোগী , সাহায্যের আশ্বাস মন্ত্রী জাকির হোসেনের


মিজানুল কবির, ৭ই এপ্রিল ,জঙ্গিপুর ঃ সুদূর বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসা করে জাকির হোসেনের জনতার দরবারে আসলেন এক রোগী । দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। অর্থাভাবে চিকিৎসা আটকে ছিল তার। লোকসভা ভোটের পরে চিকিৎসার সমস্ত খরচ দিয়ে সাহায্যের আশ্বাস দিলেন জাকির হোসেন ।
হ্যাঁ শিরোনামে আবার ফেসবুক। ফেসবুকের মারফৎ জানতে পারেন তিনি এপার বাংলার জনতার দরবারের কথা। সুতরাং দেরি করা আর চলেনা ।তড়িঘড়ি ভিসা নিয়ে হাজির হন জঙ্গিপুরে।
প্রসঙ্গত উল্লেখ্য যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শ্রম প্রতিমন্ত্রী শ্রী জাকির হোসেনের নাম জঙ্গিপুর তথা মুর্শিদাবাদবাসীর মুখে হামেশায় শোনা যায়। সুতী কিংবা জঙ্গিপুর এলাকা বাসিকে সারাবছর ধরে নানানভাবে সাহায্য করে থাকেন।

    নতুন গতির পক্ষে যোগাযোগ করা হলে দরবারের দায়িত্তে থাকা রনি বিশ্বাস জানান ” প্রত্যেক সপ্তাহে শনি ও রবিবার মন্ত্রী সাহেব দরবারে বসেন এবং যথাসাধ্য চেষ্টা করেন নিজে সমস্ত অভিযোগ ,অনটন খতিয়ে দেখে মেটানোর । সপ্তাহে পাঁচশতের বেশী লোকজন হাজির হন এই দরবারে ।” এই দরবারকে সামনে পেয়ে অনেকটা খুশী জঙ্গিপুরবাসী  বলে জানা গেছে।