শুধু দেশে নয়, বিদেশেও জনপ্রিয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক: শুধু দেশে নয়, বিদেশেও জনপ্রিয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হঠাৎ দেখা হয় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহের। সৌজন্য বিনিময়ের মাঝে আচমকাই মমতাকে বিক্রমসিংহে জিজ্ঞাসা করেন, ‘‘আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি?’’ মমতা উত্তর দেন, “হ্যাঁ, অবশ্যই।”

     

    শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রশ্ন করেন, ভারতে যে বিরোধী মহাজোট তৈরি হচ্ছে আপনিই কি সেই বিরোধী জোটকে নেতৃত্ব দিতে চলেছেন? শ্রীলঙ্কার প্রেসিডেন্টর মুখে এ প্রশ্ন সম্ভবত প্রত্যাশা করেননি মুখ্যমন্ত্রী। তিনি খানিকটা চমকেই যান। তারপর জানান, মানুষ যদি পাশে থাকে তাহলে আমরা আজ অপজিশনে আছি। কাল পজিশনেও আসতে পারি। জানা গিয়েছে, এরপরও দু’জনে একসঙ্গে বেশ খানিকক্ষণ কথাবার্তা বলেন।