অভিষেককে ইডি তলব করায় তীব্র সমালোচনা শিবসেনার

দেবজিৎ মুখার্জি: কেন্দ্রে বিরোধী জোট ইন্ডিয়ার বুধবার প্রথম সমন্বয় বৈঠক হওয়ার কথা দিল্লিতে। ওই কমিটির সদস্য হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিনই অভিষেককে ইডি তলব করায় তীব্র সমালোচনা করলেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউত।

     

    সঞ্জয় এদিন বলেন, “ইন্ডিয়া বৈঠক ভেস্তে দেওয়ার জন্যই জোটের সমন্বয় কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেছে বেছে বুধবারই ইডি তলব করেছে। এর অর্থ পরিষ্কার। ইন্ডিয়া জোটকে নিয়ে ভয় পাচ্ছে বিজেপি”।

     

    তিনি আরো বলেন, “অভিষেকের জন্য আসন খালি রাখা হবে সমন্বয় কমিটির বৈঠকে। তার মাধ্যমে বার্তা দেওয়া হবে যে বিজেপির অত্যাচারের মুখেও বিরোধী জোটের ঐক্য অটুট রয়েছে।”