মগরাহাট পশ্চিম বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার আইএসএফ মনোনীত প্রার্থী মইদুল ইসলাম, এসডিও অফিসে সুকান্ত সাহার হাতে মনোনয়ন পত্র জমা দেন

মগরাহাট পশ্চিম বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার আইএসএফ মনোনীত প্রার্থী মইদুল ইসলাম, এসডিও অফিসে সুকান্ত সাহার হাতে মনোনয়ন পত্র জমা দেন

    বাইজীদ মন্ডল, মগরাহাট : সামনে বিধানসভা নির্বাচনে বিধায়ক পদপার্থী হিসেবে মগরাহাট পশ্চিম থেকে সংযুক্ত মোর্চার আইএসএফ এর নতুন মুখ হিসেবে দেখতে পাওয়া যাবে রাজ্যের শিক্ষক ঐকমঞ্চের সম্পাদক মইদুল ইসলাম কে। আজ মনোনয়ন পত্র এসডিও অফিসে এসে মহকুমা শাসক শ্রী সুকান্ত সাহার হাতে নমিনেশন জমা দেন, সংযুক্ত মোর্চার আই এস এফ এর মনোনীত প্রার্থী মইদুল ইসলাম। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন,  এবারের লড়াইটা রাজ্যের প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার সঙ্গে,তাই প্রতি নিয়ত মানুষের কাছে বাড়িতে বাড়িতে জাবো বিভিন্ন কর্মসূচি নিয়ে। মুখটা নতুন হলেও তিনি প্রচারে খামতি রাখতে চান না, তাই শুরু থেকেই প্রচারে জোর দেবেন।  সেই সঙ্গে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দুর্নীতির কথা জনগনের কাছে তুলে ধরবেন এবং তৃণমুল ও বিজেপি দুজনই একই, আজ যে তৃণমুল কাল সে বিজেপি, মগরাহাট পশ্চিম বিধানসভা নির্বাচনে নবীন প্রার্থী আশ্বাস দেন দলের হয়ে সর্ব দিক থেকে কাজ করবে বলে জানান।