পঁয়ত্রিশটি হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিলেন বুদবুদ ওসি মইনুল হক

নতুনগতি : আজিজুর রহমান, গলসি : বুদবুদ থানা গ্রামরক্ষী বাহিনীর উদ্যোগে থানা চত্বরে একটি বস্ত্র, ব্যাগ ও ছটপুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানের  আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান মঞ্চে বিগত দিনে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন ফিরিয়ে দিলেন বুদবুদ থানার ওসি মইনুল হক। হারিয়ে যাবার পর যেগুলি বিভিন্ন ভাবে খোঁজ চালিয়ে উদ্ধার করেছিল বুদবুদ থানা। এদিনের মঞ্চ থেকে এলাকার ৫০০ মহিলার হাতে শাড়ি, ২০০ জন স্কুল পড়ুয়ার হাতে ব্যাগ ও ৫০ জন মহিলার হাতে ছোট পুজোর সামগ্রী তুলে দেওয়া হয়। তাছাড়াও কালীপূজোকে ঘিরে এলাকার ২৫০ ক্ষুদে পড়ুয়াদের নিয়ে একটি বসো আঁকো প্রতিযোগিতার আয়োজন করেন থানার ওসি মইনুল হক। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে তাদের পুরস্কৃত করা হয়। থানায় এমন উদ্যোগের প্রশংসা করেছেন স্কুল পড়ুয়া থেকে স্থানীয়রা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনাররেটের ডেপুটি কমিশনার অফ পুলিশ অভিষেক গুপ্তা। কাঁকসা এসিপি সুমন কুমার জয়সওয়াল। বুদবুদ সিআই অঞ্জন রায়, বুদবুদ থানা গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক বিনোদ শর্মা, ওসি মহনুল হক সহ থানার সকল অফিসাররা। অনুষ্ঠান মঞ্চে জায়গা সংকীর্ণ হওয়ায় পরবর্তী দিনগুলিতে আর পাঁচশো মহিলাকে বস্ত্র দেওয়া হবে থানা সুত্রে জানা গেছে। স্থানীয় বাসিন্দা শ্যামসুন্দর সাউ, প্রভুনাথ চৌধুরীরা বলেন, আগে অনেক অনুষ্ঠান হয়েছে। তবে এবারের মতো এত বেশি মানুষকে সহযোগিতা করা হয়নি। আগে থানা থেকে কখনও ছটপুজোর সামগ্রী দেওয়া হত না। এবারে থানার বড় বাবু মইনুল হক আমাদের এলাকার পঞ্চাশ জনকে ছোট পুজোর সামগ্রী দিয়েছেন। এতে আমাদের বহু গরীব পরিবার উপকৃত হয়েছে। তাছাড়াও গরীব মানুষদের বস্ত্র দিয়েছেন ব্যাগ দিয়েছেন। সপ্তম শ্রেনীর স্কুল পড়ুয়া পুজো মেটে, কেয়া মেটে, সুনিতা যাদব জানাই, থানার বড়বাবু তাদের এলাকার দুস্থ স্কুল পড়ুয়াদের একটি করে ব্যাগ দিয়েছেন। তাছাড়াও পরবর্তীতে তাদের পড়াশোনার চালানোর জন্য সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।