|
---|
সংবাদদাতা : উত্তর ২৪ পরগনার হাদিপুর গড়ে নূরে আলম চাইল্ড মিশনে সিরাতুন নবী উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সিরাতের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান, ইমাম কো-অর্ডিনেটর পীরজাদা মাওলানা হাসানুজ্জামান, মাওলানা সোফিয়ার রহমান, মিশনের সভাপতি শহিদ বিশ্বাস, ডাইরেক্টর আব্দুর রহমান, প্রধান শিক্ষিকা রেহানা পারভীন প্রমুখ।
মিশনের ডাইরেক্টর শিক্ষক আবদুর রহমান সাহেব বলেন, আমরা প্রতিবছর একজনকে সিরাতুন নবী দিবস উদযাপন অনুষ্ঠানে সংবর্ধিত করে থাকি, এবছর পীরজাদা হাসানুজ্জামান সাহেবকে বিশ্বনবী স্মৃতি পুরষ্কারে পুরষ্কৃত করা হয়। সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান বলেন, নূরে আলম চাইল্ড মিশন, আগের থেকে সার্বিকভাবে কলেবর বৃদ্ধি পেয়েছে। ছাত্রদের ইংরেজি, বাংলা কবিতা, কথোপকথন, ডিবেট, ক্যুইজ, তাৎক্ষনিক বক্তৃতা, কেরাত, গজল, তারানা আমাদের মুগ্ধ করেছে। এর জন্য শিক্ষিকাদের ধন্যবাদ রইলো। আমি আশাবাদী আগামীতে এই মিশন, একটি উচ্চমানের আবাসিক প্রতিষ্ঠানে রুপান্তরিত হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, শিক্ষায় মায়েদের গুরুত্ব অপরিসীম। মায়েরা পারে সন্তানগুলোকে সমাজ জাতির মুল সম্পদে পরিণত করতে। আসল সম্পদতো সন্তানকে ভালোকরে মানুষ করা। পীরজাদা হাসানুজ্জামান সাহেব বলেন, আমাকে আজ এই পুরষ্কার প্রদান করা হলো কতটা যোগ্য আমি জানি না তবে মনে থাকবে আজকের দিনটি, আমি দোয়া করবো এই প্রতিষ্ঠানের জন্য। আমাকে এই পুরষ্কার, সমাজের মানুষের জন্য কাজ করার আরো গতি বাড়িয়ে দিল। অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।