|
---|
হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানিপুর কেন্দ্রে পাঁচটি হাই মাদ্রাসার মাধ্যমিক ফাজিল পরীক্ষা
নতুন গতি, চাঁচল: ১০ ফেব্রুয়ারি
সোমবার শুরু হল মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা কে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানিপুর KRHN হাই মাদ্রাসায় সমাগম ঘটে প্রচুর। পরীক্ষার প্রথম দিন,তাই এদিন বেশ ভিড় দেখা দেয় মাদ্রাসা প্রাঙ্গনে। মহকুমার পাঁচটি মাদ্রাসার কেন্দ্র থেকে 496 জন পরীক্ষার্থী এদিন উসস্থিত হয় বলে মাদ্রাসা সূত্রের খবর। কড়া নজরদারীর জন্য মাদ্রসা বারান্দায় লাগানো হয়েছে সিসিটিভি বলে জানিয়ছেন ভার প্রাপ্ত প্রধান শিক্ষক মহম্মদ শাহাজান। পরীক্ষার্থীদের প্রবেশ মুহুর্তে তাদের আর্সেনিক মুক্ত জলের বোতল ও কলম দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন হরিশ্চন্দ্রপুরেল প্রাক্তন বিধায়ক তজমুল হোসেন।