|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বর্ধমানে বন্দে ভারত ও রাজধানী এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার দাবী। গতকাল ২৪ সেপ্টেম্বর দেশের ১১ রাজ্যে ৯ টি এক্সপ্রেস ট্রেনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। হাওড়া পাটনা রুটের বন্দে ভারত এক্সপ্রেসটির প্রদর্শনী যাত্রায় গতকাল সন্ধ্যায় বর্ধমান স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসটির আগমন ঘটলে শত শত রেলযাত্রী তাকে প্রত্যক্ষ করল। বর্ধমান স্টেশনে এই বন্দে ভারত এক্সপ্রেসটির স্টপেজ না থাকায় রেল যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। রেল যাত্রীদের দাবি : বর্ধমান স্টেশন দক্ষিণবঙ্গের সংযোগস্থল। এই বর্ধমান স্টেশন থেকে ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়া যায়। এই বর্ধমানের ওপর দিয়েই রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস ও অন্যান্য দ্রুতগামী ট্রেন গুলি চলাচল করে অথচ স্টপেজ না থাকায় যাত্রীদের দুর্গাপুর কিংবা হাওড়া ছুটতে হয় এই ট্রেনগুলি ধরার জন্য। পূর্ব রেল ও মেট্রো রেলের চিফ পাবলিক রিলেশন্স অফিসার কৌশিক মিত্র কে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, যাত্রীরা তাদের দাবি জানাতেই পারেন। বর্ধমানের যাত্রীদের যে দাবি তা সমাধানের জন্য বিবেচনা করে দেখা যাবে। উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় বন্দে ভারত এক্সপ্রেস এর প্রদর্শনী যাত্রায় যাত্রী ছিলেন সাংসদ এসএস আলু ওহালিয়া। তিনি বর্ধমানে বন্দে ভারত এক্সপ্রেস থেকে নেমে বর্ধমান স্টেশনে সংক্ষিপ্ত অনুষ্ঠানে যোগ দেন। সঙ্গে বর্ধমান স্টেশনের রেল আধিকারিকেরা ও পূর্ব রেলের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এগারোটি রাজ্যে বন্দে ভারতের সূচনা করেছেন সেই রাজ্যগুলি হল : পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড, গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থান, তেলেঙ্গানা, কেরল, অন্ধ্রপ্রদেশ। ইতিমধ্যে দুটি বন্ধে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে একটি হাওড়া নিউ জলপাইগুড়ি ও অপরটি হাওড়া পুরী। গতকাল হাওড়া পাটনা ও হাওড়া রাচি এই দুটি রূটের বাংলায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের প্রাপ্তি ঘটলো। সব মিলিয়ে বর্তমানে বাংলা চারটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেল। রেল সূত্রে জানানো হয়েছে ২৬ শে সেপ্টেম্বর হাওড়া রাঁচি ও সাতাশি সেপ্টেম্বর হাওড়া পাটনা রুটের বন্ধে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রী পরিষেবা শুরু হবে।