বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক জানান বাড়ি বাড়ি শংসাপত্র পৌঁছে দেওয়া জন্য

১০ জুলাই, সেখ সামসুদ্দিন :সম্প্রতি বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু মন্ডল নতুন দায়িত্ব নেওয়ার পর অভিনব উদ‍্যোগ নিলেন। তিনি মেমারিতে এক অনুষ্ঠানে এসে ঘোষণা করেছিলেন দুয়ারে জাতি শংসাপত্র করবেন। তার জন‍্য তিনি রবিবারেও শংসাপত্র স্বাক্ষর করবেন। বিভাগীয় কর্মীদের নির্দেশ দেন যত বেশি সংখ্যক জমাকৃত ফর্ম ভেরিফাই করে শংসাপত্র রেডি করতে। সেই কথামত গতকাল মেমারি ১ ব্লকের ১০টি অঞ্চলের মোট ১১২৩ টি শংসাপত্র প্রদান করেন। মেমারি ১ ব্লকের বিডিও আলি মহঃ ওলি উল্লাহ, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, কর্মাধ‍্যক্ষ আব্দুল হালিম, সনাতন হেমব্রম সহ অন‍্যান‍্য কর্মাধ‍্যক্ষ এবং ব্লকের সকল আধিকারিকবৃন্দ দশটি অঞ্চলে বিভক্ত হয়ে পঞ্চায়েতে ও পাড়ায় পাড়ায় গিয়ে দরজায় পৌঁছে দেন তাদের জাতি শংসা পত্র বলে জানান মেমারি ১ ব্লক অনগ্রসর শ্রেণী ওয়েলফেয়ার (ডব্লুবিসি) অফিসার শুভেন্দু ঘোষ। তিনি জানান জমা থাকা ফর্মের সিংহভাগ ক্লিয়ার করেছেন। খুব সামান্য ফর্ম জমা আছে যা সত্বর রেডি হয়ে যাবে। সবসময় চেষ্টা করেন ২৮ দিনের মধ‍্যেই শংসাপত্র দিয়ে দিতে। পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস বলেন দেবীপুর পঞ্চায়েতের আদিবাসী পাড়া পটলডাঙায় গিয়ে সেখানকার মানুষের মধ‍্যে ব‍্যাপক আনন্দ দেখা যায় দুয়ারে শংসাপত্র পত্র পরিষেবা পেয়ে। সরকারি পরিষেবা যে এইভাবে পাওয়া যেতে পারে তারা কখনো ভাবতেই পারেনি। একই সঙ্গে গতকাল আদিবাসী দিবসও তাদের সঙ্গে পালন করা হয় বলে জানান সভাপতি।