|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: উপকূলবর্তী জেলাগুলিতে ঘূর্ণিঝড় অশনির আশঙ্কার জেরে প্রায় এক সপ্তাহ পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। ১০ ও ১১ তারিখের বদলে তিনি পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে যাবেন আগামী ১৭ এবং ১৮ তারিখ এবং কলকাতায় ফিরবেন ১৯ তারিখ।
উল্লেখ্য, তৃণমূলের নয়া কার্যালয়ে গিয়ে মুখ্যমন্ত্রী নিজেই জেলা সফরের কথা ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন ১০ মে পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক এবং ১১ মে বেলা ১২টায় পঞ্চায়েত সদস্যদের নিয়ে দলীয় বৈঠক সেরে বিকেল ৪টেয় ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে বসবেন এবং ১২ মে ঝাড়গ্রাম স্টেডিয়ামে দলীয় বৈঠক করতেন।