মানুষের সাথে মানুষের পাশে জয়নগর বিধানসভার বিদায়ী বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাস

 

    বাবলু হাসান লস্কর,নতুন গতি, দক্ষিণ চব্বিশ পরগনা:

    ইনি জয়নগর বিধানসভার বিদায়ী বিধায়ক বিশ্বনাথ দাস,মায়াহাউড়ী অঞ্চলের বাসিন্দার। বারুইপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দীর্ঘ সময়ে সাইকেলে চেপে স্কুলের যেতেন । একে বারে সাধারণের মানুষের মতো জীবন যাপন, মানুষের সাথে মেশার প্রবণতা । অধুনা দক্ষিণ বারাসাত এলাকায় সাত শত স্কয়ার ফুটের বাড়িতে থাকেন । বাড়ির মেম্বার বিশ্বনাথ দাস ও ওনার অর্ধাঙ্গিনী । প্রতিদিন সকালে এলাকার অগনিত মানুষ বিধায়কের বাড়িতে দেখা মেলে । সকালের সময়ে দেখতে পাবেন প্রতিটি মানুষের হাতে বিস্কুট ও চায়ের কাপ। তা ধরিয়ে দেন বাড়ির কেয়ার টেকার, এতেই এলাকার মানুষ শিক্ষক মহাশয় কে সাধুবাদ জানায় অতিথি পরায়ন শিক্ষক কে। একদা এস ইউ সি আই এর শক্ত ঘাঁটি জয়নগর দীর্ঘ দিন যাবত তারা ক্ষমতা দখল করে রেখেছিল । গত বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হন বিশ্বনাথ দাস । বিধায়ক হওয়ার পর প্রতিটি পাড়ায় তিনি গিয়েছেন। এলাকার আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে এক পরিচিত ব্যক্তি বিশ্বনাথ দাস 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা 136 জয়নগর তফশিলি কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আপনাদের মূল্যবান ভোট বিদায়ী বিধায়ক কে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ।।