ভাড়া আকাশছোয়া,বিপদে এবং বিপাকে পাহাড়ে যাবার জন্য তৈরী পর্যটকেরা

জলপাইগুড়ি: ভাড়া আকাশছোয়া,বিপদে এবং বিপাকে পাহাড়ে যাবার জন্য তৈরী পর্যটকেরা।গত তিন মাসে প্রায় 5গুন বেড়েছে ভাড়া,তাই বিপাকে পাহাড়মুখি পর্যটকেরা।এনজেপী ষ্টেশনে এসে পাহাড়ের গাড়ির ভাড়া শুনে প্রায় আকাশ থেকে পড়ছেন পর্যটকেরা।আগে যেখানে একটি ছোট ভ্যান দার্জিলিং যাবার জন্য তিনহাজারে রাজী হয়ে যেতো এখন তারাই প্রায় সাড়ে পাচ থেকে ছহাজার টাকা ভাড়া চাইছে।যদি মাথা পিছু ধরা হয় তবে আরো বেশী ভাড়া চাইছেন তারা,জিজ্ঞাসা করলে বলছেন আমাদের কিছুই করবার নেই,আমাদেরও পাহাড়ে পর্যটকদের নিয়ে যাতায়াত করতে প্রচুর টাকা খরচ করতে হয়।আমাদেরও গত তিনমাসে খরচ প্রায় 5গুন বেড়েছে,আমাদের কিছুই করবার নেই।পাহাড়ের পর্যটকদের সংখ্যা এখন অনেকটাই কমে গেছে এত মুল্যবৃদ্বির কারনে।শুধু তাই নয় খরচ বেড়েছে সিকিম যাবার পথের গাড়িগুলিতেও তারাও প্রায় দ্বিগুন ভাড়া চাইছেন।

    এদিকে পাহাড়ের ভাড়া বেড়ে যাওয়াতে সমস্যায় পড়ে গেছেন হোটেল মালিকেরাও।প্রচুর পর্যটক ক্যানসেল করছেন তাদের ভ্রমনের কর্মসূচী।ফলে বাতিল হচ্ছে হোটেল বুকিং।অনেক পর্যটক এনজেপী তে নেমে গাড়ী ভাড়ার কথা শুনে ট্যুর ক্যানসেল করে আবার ফিরে চলে গেছেন।কারন হিসেবে তারা জানিয়েছেন যেতেই যদি এত টাকা লাগে তবে ঘুরতেও তো খরচ বাড়বে,আর আমাদের কাছে এত টাকা নেই।সব মিলিয়ে লকডাউন উঠে গেলেও আবার বিপাকে পর্যটন শিল্প।পেট্রল এবং ডিজেল প্রায় সেঞ্চুরি পার করে দিয়েছে,কাজেই বেড়াতে গেলেও প্রায় তিনগুন টাকা নিয়ে বের হতে হবে,এটা ভেবেই যাত্রা বাতিল করছেন পাহাড়প্রিয় পর্যটকেরা।