বেলদায় মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে ভারতের স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুরের ভূমিকা নিয়ে আলোচনা সভা

    নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: মেদিনীপুর সমন্বয় সংস্থার বেলদা আঞ্চলিক ইউনিটের উদ্যোগে স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে ‘স্বাধীনতা আন্দোলনে মেদিনীপুর’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা রবিবার অনুষ্ঠিত হলো বেলদার হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয়ে।স্বাগত ভাষণ দেন ইউনিট সম্পাদক পুলক পাত্র। বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মেদিনীপুর সমন্বয় সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণবেশ জানা , সভাপতি অরূপরতন পট্টনায়েক , সাধারণ সম্পাদক রতিকান্ত মালাকার , বিশিষ্ট লেখক ও গবেষক সূর্যকান্ত নন্দী এবং বিশিষ্ট শিক্ষক ড. বিমল কুমার শীট।

    বক্তারা স্বাধীনতা আন্দোলনে মেদিনীপুরের ভূমিকা ও ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরেন পাশাপাশি মেদিনীপুরবাসীর হিতার্থে জেলার কৃতি সন্তানদের এক হওয়ার আহ্বান জানান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অমিত কুমার সাহু ও রাজকুমার মাইতি ও বেলদা আঞ্চলিক ইউনিটের অন্তর্গত নারায়ণগড়,মোহনপুর ,দাঁতন-১, দাঁতন-২ ও কেশিয়াড়ী ব্লকের শিক্ষক ,গবেষক , লেখক ,কবি, সাহিত্যিক , শিল্পী,সাংবাদিক ও সংস্কৃতি সম্পন্ন বহু বিশিষ্ট মানুষজন। অখণ্ড জেলার বিশিষ্ট লেখকদের বইয়ের স্টলও দেওয়া হয়। উল্লেখ্য ২০১৮ সালের ১৬ ডিসেম্বর মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে কলকাতার শ্যামবাজারে মেদিনীপুর ভবন গড়ে ওঠে। নূন্যতম খরচে মেদিনীপুর ভবনের বিদ্যাসাগর অতিথি নিবাসে ও ক্ষুদিরাম ছাত্রাবাসে থাকা যায়। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিটের কার্যকরী সভাপতি প্রদীপ পতি এবং সভাপতিত্ব করেন ইউনিটের সভাপতি ড. কালিপদ প্রধান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিটের সহসম্পাদক স্বপন ঘোষ l