|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ বুধবার রাতে ২৭০ গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তি কে গ্রেফতার করল। জানা গেছে বুধবার রাতে বাগডোগরার বিহার মোড়ে মুর্শিদাবাদের রেজিনগরের বাসিন্দা ৩৭ বছরের মহম্মদ হাদিবুল শেখ কে গ্রেফতার করে SOG।
স্পেশাল অপারেশন গ্রুপের কাছে খবর ছিল ওই ব্যক্তি শিলিগুড়িতে ব্রাউন সুগার বিক্রির উদ্দেশ্যে আসছে। পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপের কাছে গোপন সূত্রে খবর আসতেই বাগডোগরা থানার বিহার মোড়ে তাকে ফাঁদ পেতে গ্রেপ্তার করে SOG।
সেই সময় ধৃত মুর্শিদাবাদ থেকে আসা বাস থেকে নামছিল । তাকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে 270 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে। ধৃত ওই ব্যক্তিকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত আছে তা জানবার চেষ্টা করছে SOG।