|
---|
সেখ সামসুদ্দিন : কোভিড লকডাউন পরিস্থিতিতে তীব্র গরমের সঙ্গে অভাব দেখা দিচ্ছে রক্তের। তাই আজ জেলা তৃণমূল যুব সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জীর সহযোগিতায় মেমারি ১ ব্লক জয়হিন্দ বাহিনীর উদ্যোগে গন্তার অঞ্চলের একটি অনুষ্ঠান হলে একটি রক্তদান শিবির করা হয়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবিরে মহিলা পুরুষ মিলে ৪০ জন রক্ত দেন। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ও বর্ধমান জিলা পরিষদের কো মেন্টর অধ্যাপক ডঃ আবুল হাসেম মন্ডল, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা মেমারি পুরপ্রশাসক সুপ্রিয় সামন্ত, জেলা যুব তৃণমূল সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, ব্লক যুব সহ সভাপতি সৌমিত্র চ্যাটার্জী, ব্লক সংখ্যা লঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন, জয়হিন্দ বাহিনীর সভাপতি প্রলয় কুমার পাল, বাগিলা পঞ্চায়েত সদস্য সবিতাব্রত চ্যাটার্জী, প্রাথমিক শিক্ষক সংগঠনে সদস্য মৃন্ময় ঘোষ, পঞ্চায়েত সমিতির সদস্য সমীরণ মজুমদার প্রমুখ।