নতুন গতি ওয়েব ডেস্ক: এন এস এস কালিয়াচক কলেজের উদ্যোগে আরম্ভ হল ভিলেজ এডাপশন প্রোগ্রাম। শেরশাহের নিকটস্থ মারুফুর গ্রাম এলাকায় ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা গ্রামের পঞ্চায়েত সদস্য সমাজকর্মীর সম্মিলিত সবাই সিদ্ধান্ত গৃহীত হয় সমাজ উন্নয়নমূলক কাজের জন্য।