|
---|
সেখ সামসুদ্দিন : মেমারি ব্লক ই-রিক্সা ইউনিয়নের উদ্যোগে তক্তিপুর ফুটবল মাঠে ই রিক্সা চালকদের মধ্যে চাল, ডাল, আলু, পিঁয়াজ, মুড়ি, মাস্ক, স্যানিটাইজার সহ খাদ্যসামগ্রী প্রদান করা হয়। প্রায় দেড় শতাধিক রিক্সা চালকের হাতে এই প্যাকেট তুলে দেওয়া হয়। এদিন এখানে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ব্লকের ই রিক্সা স্ট্যান্ডের দায়িত্ব বন্টন করা হয়। এছাড়াও এদিন পঞ্চাশ জন ই রিক্সা চালক ইউনিয়নে যোগদান করেন। উপস্থিত ছিলেন ইউনিয়নের উপদেষ্টা তথা ব্লক যুব সহ সভাপতি ও বাগিলা অঞ্চল কার্যকরী সভাপতি অর্ক ব্যানার্জী, বাগিলা অঞ্চল সহ সভাপতি সেখ গিয়াসউদ্দিন, ই রিক্সা ইউনিয়ন সভাপতি সেখ হাসিবুর রহমান, সম্পাদক রাজেশ মল্লিক সহ সদস্যবৃন্দ।