জেলা প্রশাসনের সহযোগিতায় সাংসদের উদ্যোগে চারদিনের করোনা টিকা করন ক্যাম্প

মালদা: জেলা প্রশাসনের সহযোগিতায় সাংসদের উদ্যোগে অনুষ্ঠিত হলো চারদিনের করোনা টিকা করন ক্যাম্প।

    ইংরেজবাজার ব্লকের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় আরাপুর গার্লস উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু হয় টিকা করন ক্যাম্প চলবে চার দিন অর্থাৎ শুক্রবার পর্যন্ত। এলাকার মানুষের দাবী অনুযায়ী 18 থেকে 45 বছর বয়সী মানুষদের দেওয়া হবে করোনার টিকা। প্রতিদিন সকাল দশটা থেকে চলবে বিকেল 4 টা পর্যন্ত। করণা টিকা করন শিবির ঠিকঠাক আছে কিনা পরিদর্শন করেন রাজ্যসভার সাংসদ মৌসম নূর, তার সঙ্গে ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী গৌতম দাস। পরিদর্শনের পর সাংসদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, স্থানীয় মানুষদের দাবি অনুযায়ী জেলা শাসকের সঙ্গে কথা বলে প্রশাসনের সহযোগিতায় এই করোনার টিকা করন শিবির খোলা হয়েছে। চলবে চারদিন ধরে। সকলে যাতে টিকা নেন তার আবেদন জানান।