শুধু সুন্দরবন নয়, সারা পৃথিবী জুড়ে বাড়ছে সমুদ্র ও নদীর জলস্তর।

জাহির হোসেন মন্ডল, দ: ২৪ পরগণা। শুধু সুন্দরবন নয়, সারা পৃথিবী জুড়ে বাড়ছে সমুদ্র ও নদীর জলস্তর। ভারসাম্য রাখতে গিয়ে হারিয়ে যাচ্ছে অনেক উদ্ভিদ। জন্ম হচ্ছে নতুন প্রজাতির শৈবাল ও ছত্রাকের। এবার সুন্দরবনের জলের গতি প্রকৃতির ওপর নজর রাখতে রাজ্য বন দপ্তর, আইআইএসইআর ও ডব্লুডব্লুএফ-ইন্ডিয়া এবং ডিস্কোভারি ইন্ডিয়ার সহযোগিতায় সুন্দরবনে ইকোলজিকাল অবসারভেটরি বসানো হচ্ছে। ভারতে ম্যানগ্রোভ অরণ্যে এরকম উদ্যোগ এই প্রথম। বনমন্ত্রী এর উদ্বোধন করেন।

    এই অবসারভেটরিতে আছে সজনেখালি ফরেস্ট ক্যাম্পাসে অবস্থিত গবেষণাগার, মোবাইল ডেটা লগার লাগানো প্যাট্রোলিং বোট।

    এই বোট যখন ম্যানগ্রোভ অঞ্চল দিয়ে যাবে, জলের নোনা ভাব, অস্বচ্ছতা, তাপমাত্রা, অক্সিজেন এবং পিএইচ মাপা হবে।

    এখান থেকে নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পরীক্ষা করা হবে। মাইক্রোপ্ল্যাঙ্কটনের অবস্থাও দেখা হবে।

    এই পদক্ষেপের উদ্দেশ্য পুষ্টির যোগান, নোনাভাব, জৈব অবস্থা খতিয়ে দেখা।