|
---|
জাহির হোসেন মন্ডল, কলকাতা। কলকাতা পুরসভার মেয়র উদ্বোধন করেন কলকাতার প্রথম আর্বান ফরেস্ট্রি ‘গীতবীথি’।
এই উদ্যোগ নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে। কবিগুরুর প্রকৃতিপ্রেম সর্বজনবিদিত তাই এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘গীতবীথি’।
এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে ক্যানাল ইস্ট রোডের চার কাঠা জমিতে ও ক্যানাল সার্কুলার রোডের তিন কাঠা জমিতে ১৫০টি গাছ পোঁতা হয়েছে। নিরাপত্তার জন্য শীঘ্রই বেতের বেড়া দেওয়া হবে।
যেসকল গাছ পোঁতা হয়েছে বা হবে, সেগুলি হল, শিরীষ, বকুল, সেগুন, আমলকী, কদম ইত্যাদি।
কলকাতা পুরসভার পার্ক ও উদ্যান বিভাগের এক আধিকারিক বলেন, এই ধরনের উদ্যোগ শহরাঞ্চলের দূষণ কমাতে খুবই প্রয়োজনীয়।