বাঁকুড়া জেলা জমিয়তের কর্মী সম্মেলন

আর.এ.মন্ডল,পাত্রসায়ের : বাঁকুড়া জেলা জমিয়তে উলামায়ে হিন্দ এর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল কাঁটাদিঘীর মসজিদে খলিল প্রাঙ্গনে।
কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঃবঃ রাজ্য জমিয়ত উলামার সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেব। তিনি প্রতিটি শাখাকে ব্লক ও জেলার কমিটির সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন যে, বিশ্ব নবীর জীবনাদর্শ নিয়ে আলোচনা করে মানুষকে জমিয়ত সম্পর্কে সচেতন করতে হবে।
সম্প্রতি ত্রিপুরার অপ্রত্যাশিত অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে বলেন যে, বাংলাদেশে পুজো চলাকালীন যে ইসলামকে অবমাননার ঘটনা ঘটে এবং সম্প্রীতি বিঘ্ন করার অশুভ প্রয়াস চালানোর চেষ্টা করা হয়-।সরকার সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে , আমরাও নিন্দা জানিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে জনগণের দ্বারা নির্বাচিত ত্রিপুরা সরকার অনুরূপ পরিস্থিতির নিয়ন্ত্রণ ও মুসলমানদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেখানকার বারোটি মসজিদে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়েছে, মিছিলে নবীর শানে কটুক্তি করা হয়েছে। অথচ পুলিশ প্রশাসন অপরাধীদের গ্রেফতার করাতো দুরের কথা ক্ষয়ক্ষতির কথা সম্পূর্ণ অস্বীকার করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং অপরাধীদের গ্রেফতার করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি”।
এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাজহারুল ইসলাম ,জেলা সম্পাদক হাফিজ আকিল আহমদ, সভার সঞ্চালক আমির আলী ও জেলা ওয়ার্কিং কমিটির সকল সদস্য সহ জেলার ৩১ টি শাখার সক্রিয় জমিয়ত কর্মীগণ।
সভায় আগামী ১৪ নভেম্বর ইন্দাস ব্লক কমিটির ব্যবস্থাপনায় শান্তাশ্রম গুরুধাম বিদ্যামন্দির বিদ্যালয় প্রাঙ্গণে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে।
ছবি–