|
---|
শিক্ষার্থীদের অগ্রগতি ঘটাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রিসেন্ট এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর
নতুন গতি, ওমরপুর: আজ উমরপুর সেখদিঘী ক্রিসেন্ট অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রত্যেক বছর মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পেয়ে চমক লাগিয়েছে বেশ কিছু শিক্ষার্থী। তাই সমস্ত ছাত্র ও দেশের অগ্রগতির জন্য এমন মহৎ উদ্যোগ বলে জানা যায়। ক্রিসেন্ট অ্যাকাডেমি তথা আল আমীন মিশনের ডিরেক্টর মোহাম্মদ সোবিউল ইসলাম মহাশয় ছাত্রদের সর্বোচ্চ স্থানে পৌঁছে দেওয়ার সার্বিক প্রয়াস চালিয়ে যাচ্ছেন। বিজ্ঞানী সাইদুর রহমান মহাশয় প্রত্যন্ত গ্ৰামাঞ্চল থেকে উঠে এসেছেন। তিনি বর্তমানে আমেরিকাতে বিজ্ঞানী। তিনি বলেন, আমার ইচ্ছা প্রত্যন্ত গ্রামের গরীব অসহায় ইয়াতিম ছাত্র ছাত্রীদের একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে জ্ঞানের আলোয় আলোকিত করতে। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্রিসেন্ট এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক তথা ক্রীসেন্ট একাডেমি ওমরপুর এর চেয়ারম্যান বিজ্ঞানী ডঃ সাইদুর রহমান ও সহ সভাপতি জলি খাতুন, আল আমিন মিশনের প্রাক্তনী ডক্টর জোহেব মণ্ডল , হুসেনিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মহসিন আলি। এছাড়াও উপস্থিত ছিলেন সরলপথ অ্যাকাডেমির ম্যানেজিং ডিরেক্টর ড. মহিম আলি। এদিন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এর মাধ্যমিক পরীক্ষায় ২০ তম স্থানাধিকারী মোহাম্মদ সরফরাজ কে ১০০০০ টাকার চেক এবং ২২ তম স্থানাধিকারী তৌফিক মাহমুদ কে ৫ হাজার টাকার চেক ও আরো বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে সম্মান জানানো হয়। তৌফিক মামুদ এবং মোহাম্মদ সরফরাজ এর অভিভাবকরা জানান যে খুব অল্প খরচ দিয়ে ক্রিসেন্ট একাডেমী থেকে পড়াশোনা করেছে এবং উল্লেখযোগ্য ফল করেছে তাদের সন্তানেরা যার জন্য ক্রিসেন্ট একাডেমির কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন। উনাদের কাছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত পরিবেশের মাধ্যমে সন্তানকে পড়াশোনা করানোটা খুব কঠিন ছিল যেটা তাদের কাছে শুধুমাত্র স্বপ্ন দেখার সামিল। এই আলামিন মিশন তথা ক্রিসেন্ট একাডেমি ওমরপুর ব্রাঞ্চের উপযুক্ত পরিকাঠামো, পরিবেশ এবং আন্তরিক পরিচর্যার ফলে তাদের এই সন্তানের সাফল্য । আজ তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করেছেন ক্রিসেন্ট একাডেমি পরিবারের কাছে ।