|
---|
তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্য কনভেনশন ও ২১ শে জুলাইয়ে’র প্রস্তুতি সভা
নতুন গতি , কলকাতা: শুক্রবার একুশে জুলাই শহীদ দিবস কে পাখির চোখ করে প্রচারাভিযানে ঝাঁপিয়ে পড়লো সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস দল অনুমোদিত একমাত্র মাদ্রাসা শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার কলকাতার অহীন্দ্র মঞ্চে সারা রাজ্য থেকে কয়েক হাজার শিক্ষক প্রতিনিধির সমাগমে মুখরিত হয়ে ওঠে সমাবেশ। অনুষ্ঠানের উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেস দলের জাতীয় কোঅর্ডিনেটর তথা রাজ্য সাধারণ সম্পাদক মন্ত্রী কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। শিক্ষক প্রতিনিধিদের সামনে ফিরহাদ হাকিম ঘোষণা করেন এই সংগঠনের রাজ্য সভাপতি ফারহাদের নেতৃত্বে যেভাবে তিলে তিলে পুরো রাজ্য জুড়ে প্রভাব বিস্তার করেছে এককথায় অনবদ্য। তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন হিসাবে এই সংগঠন যেভাবে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে কাজ করছে তা দলের ভাবমূর্তি উজ্জ্বল করছে। শিক্ষার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড ও দলীয় গাইডলাইন অনুযায়ী ফারহাদের নেতৃত্বে শিক্ষক প্রতিনিধিদের কাজকে আন্তরিক শুভেচ্ছা জানান। দলীয় সর্বোচ্চ নেতৃত্ব যেভাবে এই সংগঠনকে মান্যতা দিয়ে তৃণমূল ভবনে ব্যবস্থা করেছে এর দ্বারা প্রমাণিত হয়। শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ। এই সংগঠনের বাইরে স্বঘোষিত সংগঠন যদি দলীয় নির্দেশ কে মান্যতা না দিয়ে কাজ করে দল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। তাই তিনি সকলের প্রতি আহ্বান রাখেন দলীয় নীতি মেনে এই সংগঠনের পাশে তৃণমূল কংগ্রেস দল পাশে ছিল, আছে,থাকবে। তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিয়প্রিয় মল্লিক তার বক্তব্যে প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যেভাবে শান্তি বার্তা বহন করে তা শিক্ষনীয়। কয়েক হাজার শিক্ষক প্রতিনিধির সামনে তিনি আরও বলেন মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়নের পাশাপাশি দলীয় নির্দেশ মতো এই সংগঠনের রাজ্য সভাপতি ফারহাদ কাজ করে তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। তারা যেকোন প্রয়োজনে এই সংগঠনের পাশে থাকবে বলে জানায় জ্যোতিপ্রিয় মল্লিক। তৃণমূল কংগ্রেস সাংসদ তথা রাজ্যসভায় দলীয় মুখপাত্র শ্রী সুখেন্দু শেখর রায় বলেন, মাদ্রাসা শিক্ষক সমাজের এত বড় সংগঠন অভাবনীয়। দলীয় নির্দেশ পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদের কর্মকাণ্ডে দল পাশে থাকবে।
সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ জানায় জেলা প্রতিনিধিদের উপস্থিতিতে যেভাবে অনুষ্ঠান সফলতা পেয়েছে তাতে আগত সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও জানান, মাদ্রাসা শিক্ষার উন্নয়নে যেভাবে এই সংগঠন দলীয় নির্দেশকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে কর্মকরিয়া করে চলেছে তা আগামী দিনেও বজায় থাকবে। অনুষ্ঠানে উল্লেখযোগ্য ভাবে উপস্থিত ছিলেন , বলিষ্ঠ সংসদ সুখেন্দু শেখর রায়, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, বিপ্লব মিত্র, হুমায়ুন কবীর, সাংসদ নাদিমুল হক, মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দিন, রাজ্য তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক জয় প্রকাশ মজুমদার, প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান প্রমুখ।