স্বস্তির নিঃশ্বাস ডঃ রাহেলার, হাইকোর্টের হস্তক্ষেপে নিয়োগে বাধা কাটলো

 

    নিজস্ব সংবাদদাতা-কলেজ সার্ভিস কমিশন এর বিজ্ঞপ্তিতে সহকারী অধ্যাপক পদের জন্য আবেদন করেছিলেন রাহেলা।কাউন্সিলিং হয় যথারীতি কিন্তু কমিশনের দাবি ছিল চাকরিপ্রার্থী রাহেলাকে ওবিসি সার্টিফিকেট এর কপির আপডেট আনতে হবে।সেইমতো বিডি এর ইনকাম সার্টিফিকেট সহ খড়গপুর মহকুমা শাসকের দপ্তরে ওবিসি সার্টিফিকেট এর জন্য আবেদন করেন রাহেলা। কিন্তু খড়গপুর মহকুমা শাসকের টালবাহানা শুরু করেন বলে অভিযোগ করেন তিনি। এদিকে নিয়োগ প্রক্রিয়া ও সম্পূর্ণ হওয়ার চূড়ান্ত পর্যায়ে ছিল। পরে তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী শবনম সুলতানা সহায়তায় হাইকোর্টে মামলা করেন। শুনানির পর মহামান্য হাইকোর্ট আশুতোষ কলেজের পদ্ধতির উপর স্থগিতাদেশের আদেশ দেন। আইনজীবী শবনম সুলতানা বলেন ওবিসি সার্টিফিকেট এর নাম করে আমার মক্কেলকে অযথা হয়রানি করা হচ্ছিল। আমি সেই কথাগুলোই মহামান্য হাইকোর্টের সামনে তুলে ধরি। কমিশন পরাজয় নিশ্চিত দেখে তড়িঘড়ি সুপারিশ পত্র দিয়ে দেন ডঃ রাহেলাকে। তিনি একটা বিহিত চান বলেও জানিয়েছেন শবনম সুলতানা। এদিকে হাইকোর্টের শুনানির পর এই বঙ্গবাসী কলেজের বিবিএ বিভাগে নিয়োগ প্রক্রিয়া 9 আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।