|
---|
আজিজুর রহমান, গলসি : গলসির ১ নং ব্লকের রণডিহা সেচ ক্যানলের বাধে একটি ঘিএর জারে মিললো ৬ টি তাজা বোমা। যার জেরে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। জানা গেছে, ভাসাপুল থেকে মনহর সুজাপুর হয়ে আটপাড়া যাবার পথে ওই বোমা পাওয়া যায়। খবর পেয়ে সকাল থেকে পুলিশ জায়গাটি ঘিরে রাখে। খবর যায় সিআইডি বোম ডিস্পোজাল স্কয়ারে। দুপুর বেলায় সিআইডি বোম ডিস্পোজাল স্কয়ার সেগুলিকে নিস্ক্রিয় করে। বোমাভর্তি জারটি কিভাবে ওই জায়গায় এলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।