|
---|
নূর আহমেদ,মেমারি : ৯ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা দিতে আসার সময় মেমারি তারকেশ্বর রোডে জামালপুরের পুলমাথা সংলগ্ন এলাকায় লরির সাথে টোটোর ধাক্কায় টোটো উল্টে আহত হল এক মাধ্যমিক পরীক্ষার্থী ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল নটা দশ নাগাদ। ঘটনাকে কেন্দ্র করে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে.. পরীক্ষার্থীকে উদ্ধার করে নির্দিষ্ট সেন্টারে পৌঁছায়, জামালপুর হাসপাতালে চিকিৎসকরা ওই সেন্টারেই তার প্রাথমিক চিকিৎসা করায় তারপর মাধ্যমিক পরীক্ষা শুরু হলে মাধ্যমিক পরীক্ষা দিতে শুরু করে ওই পরীক্ষার্থী জামালপুর থানার পুলিশ লরিটিকে আটক করে রেখেছে বলে পুলিশ জানিয়েছে। কি কারনে এই দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে,পরিবার ও স্কুল কর্তৃপক্ষ তরফ থেকে জানানো হয়েছে ওই পরীক্ষার্থীর নাম অঙ্কিতা ঘোষ জামালপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে… জামালপুর গার্লস হাই স্কুলের ছাত্রী ছিল… মাধ্যমিক পরীক্ষা দেবার জন্য জামালপুরে সেলিমাবাদ হাইস্কুলে সেন্টার হওয়ায় যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে পরীক্ষার্থীর মা তিনি জানিয়েছেন।