|
---|
সেখ সামসুদ্দিন : ৩১ মার্চ, কেন্দ্রীয় সরকারের পেট্রোল ডিজেল গ্যাস সহ পেট্রোলিয়ামের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মেমারি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এক বিশাল মিছিল করা হয়। মেমারির মহারাজ বিয়ে বাড়ির সামনে থেকে মিছিল শুরু হয়ে কৃষ্ণবাজার, রেলগেট, স্টেশন বাজার, নিউমার্কেট, হয়ে বামুনপাড়া মোড়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা শহর মহিলা তৃণমূল সভাপতি মানসুরা বেগম সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর সহ মহিলা কর্মীবৃন্দ এবং মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষাল প্রাক্তন সভাপতি অচিন্ত্য চ্যাটার্জী প্রাক্তন সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার সহ সর্বস্তরের নেতৃত্ব। মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের নিত্য দ্রব্যমূল্য বৃদ্ধি সহ পেট্রোল ডিজেল গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আওয়াজ তোলা হয়।