|
---|
নিজস্ব সংবাদদাতা : পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশের লক্ষ্যে উত্তর ২৪ পরগনা জেলার ফ্রন্টপেজ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হল কুকিং প্রতিযোগিতা। ছাত্র-ছাত্রীদের ক্রীড়ামুখী করে তুলতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুক্রবার রকমারি কুকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে তাঁরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে কেক, লেমন জুস, মিষ্টি, পাপড়ি চাট সহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রস্তুত করে। প্রতিযোগিতায় বিচারকমন্ডলীর বিচারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাকারীদের পুরষ্কৃত করা হয়।
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রন্টপেজ গ্রুপ অফ এডুকেশনের চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান, ফ্রন্টপেজ পাবলিক স্কুলের প্রিন্সিপাল ইন্দ্রানী দাস, ফ্রন্টপেজ গার্লস অ্যাকাডেমির প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, বি.এড কলেজের অধ্যাপক হাবিবুল্লাহ মণ্ডল, অধ্যাপক অতনু মোদক, অধ্যাপিকা নিলুফা সারমিন প্রমুখ। কুকিং প্রতিযোগিতা প্রসঙ্গে ফ্রন্টপেজ গ্রুপ অফ এডুকেশনের চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘ছাত্র-ছাত্রীরা কুকিং কম্পিটিশনে যেভাবে অংশ নিয়েছে এবং বিচারক মন্ডলীদের সামনে উপস্থাপন করেছে তা সত্যিই প্রশংসার অবদান রাখে। পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের মানসিক বিকাশের জন্য কুকিং কম্পিটিশন, বক্তৃতা কম্পিটিশন, কবিতা পাঠ, স্পোর্টস সহ নানা রকম প্রতিযোগিতা তাঁদেরকে ক্রীড়ামুখী করে তোলে। এছাড়াও ক্রীড়া ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উত্তরণের পথ দেখাতে বিভিন্ন পরামর্শের পাশাপশি মাঠমুখী হওয়ার আহ্বান জানান মুহাম্মদ কামরুজ্জামান।