|
---|
ববিত মন্ডল, বিষ্ণুপুর : প্রতিবছর গ্রীষ্মকালে রক্তের চাহিদা বাড়ে। কিন্তু চাহিদা অনুযায়ী রক্তের যোগান না থাকায় প্রতিটি ব্লাডব্যাংকেই রক্ত সংকট দেখা দেয়। অত্যধিক গরম এর কারণে বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরও কম হয়ে থাকে।তাই থ্যালাসেমিয়া রোগী সহ রক্তের প্রয়োজন এরকম রোগীদের অসুবিধার মুখে পড়তে হয়।রক্ত সংকটের একই চিত্র বিষ্ণুপুর ব্লাড ব্যাংকেও । সেই রক্তের চাহিদা মেটাতে ৭ ই মে শনিবার বিষ্ণুপুর গ্রামীণ হাটে রক্তদান শিবিরের আয়োজন করল বিষ্ণুপুর ‘ আমরা করব জয় ‘ নামে স্বেচ্ছাসেবী সংগঠন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর এসডিপিও কুতুবউদ্দিন খান , বিষ্ণুপুর বিধায়ক তন্ময় ঘোষ , বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী , বাঁকুড়া জেলাপরিষদের কর্মাধ্যক্ষ মথুর কাপড়ি , বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী বাবলা রায় , চিকিৎসক জয়মাল্য ঘর, সমাজসেবী দীল খাঁন প্রমুখ । এছাড়াও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা সহ দুরদুরান্ত থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা । তারাও এদিনের রক্তদান শিবিরে রক্ত দান করেন । প্রথম রক্তদাতা ছিলেন সোনামুখী বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী শেখ রাজেশ ৷ উল্লেখ্য এদিন ছিল সংস্থার কর্ণধার কাজী মুজিবুর রহমানের জন্মদিন ।এ উপলক্ষেই এদিন রক্তদান শিবির ও বৃক্ষ রোপন সহ বেশ কয়েকটি কর্মসূচি নেওয়া হয়।সূত্রে জানা গিয়েছে এদিন মোট ২৬ ইউনিট রক্ত বিষ্ণুপুর ব্লাডব্যাংকের হাতে তুলে দেওয়া হয়েছে । এদিন আমরা করব জয় এর পক্ষ থেকে রক্তদাতাদের একটি করে টব সহ গাছের চারা তুলে দেওয়া হয় ৷