|
---|
দেবজিৎ মুখার্জি, উত্তরবঙ্গ: উত্তরবঙ্গে ফের আতঙ্কের ছায়া কেএলওর। সোমবার তাদের এক সদস্য গ্রেফতার হওয়ার পরই সেই রাতে পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে কেন্দ্রকে ভিডিও বার্তায় হুঁশিয়ারি দিলেন কেএলও নেতা জয়প্রকাশ বর্মন।
ভিডিওতে তিনি জানান “নরেন্দ্র মোদি সরকারকে কামতাপুর রাজ্য ফিরিয়ে দিতে হবে চুক্তি অনুযায়ী। অন্যথায় ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে কেন্দ্রীয় সরকার। আমাদের এই আন্দোলনে সমবেত হতে কোচ-কামতাপুরবাসীকে আহ্বান জানাচ্ছি।” এই ভিডিও বার্তায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে গোটা উত্তরবঙ্গে।