ঈদের দিন মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত দুইজন

ববিত মন্ডল,ইন্দাস : ঈদের দিন মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত দুইজন আহত হয়েছেন কমপক্ষে চারজন।ঘটনাটি ঘটে ইন্দাস সামড়োঘাট রোডে শিকদারি বাসস্ট্যান্ড এলাকায় ইন্দাস পেট্রোল পাম্পের সন্নিকটে। ভয়াবহ এই পথ দুর্ঘটনাটি ঘটে ঈদের দিন সকাল সাড়ে দশটা নাগাদ।জানা গেছে নিহত দুইজনের বাড়ি ইন্দাসে।প্রত্যক্ষদর্শীরা জানান যে বাসটি সামড়োঘাট থেকে ইন্দাসের দিকে আসছিল এবং একটি বাইক সামড়োঘাটের দিকে যাচ্ছিল। সকালে বৃষ্টি হওয়ার দরুন রাস্তায় কাদা হয়ে যায় ফলে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনের পড়ে যায়। বাসের পেছনের চাকায় বাইক চালক পিষ্ট হয়ে সঙ্গে সঙ্গে নিহত হয় । অপর বাইক আরোহীকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাইকটিকে বাঁচাতে গিয়ে বাসটি এক সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে পাশের নয়ানজুলিতে পড়ে যায় । ঘটনাস্থলে সাইকেল আরোহীরও মৃত্যু হয়। বাসের ভেতরের এক মহিলাও গুরুতর আঘাত পান। ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    পুলিশ আসার আগেই স্থানীয় মানুষ উদ্ধারকাজ শুরু করে । খবর পেয়ে তড়িঘড়ি ইন্দাস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের ইন্দাস হাসপাতালে পাঠায়।পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে! ড্রাইভার ও খালাসী পলাতক।
    ঘটনাস্থল থেকে লাশদুটি ইন্দাস থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।