|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক : গণতন্ত্রের মৌলিক ভিত্তিগুলির অভূতপূর্ব অবক্ষয়ের’ সঙ্গে আর মানাতে পারছেন না বলে পদত্যাগ করলেন আরও এক আইএএস অফিসার। তিনি দক্ষিণ কানাড়ার ডেপুটি কমিশনার এস শশীকান্ত সেন্থিল। তিনি বলেছেন, অভূতপূর্বভাবে আমাদের বৈচিত্রপূর্ণ গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। এই অবস্থায় কাজ চালানো তাঁর পক্ষে অনৈতিক হবে। ভবিষ্যতে সরকারি চাকরির বাইরে গিয়ে তিনি ভালো থাকবেন। তামিলনাড়ুর শশীকান্ত কর্নাটক ক্যাডারের। এর আগে কেরলের এক আইএএস অফিসার কান্নন গোপীনাথ কাশ্মীরে মতপ্রকাশের স্বাধীনতা হরণের প্রতিবাদে পদত্যাগ করেছিলেন।