|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
গত তিন দিন টানা বৃষ্টিতে নদী নালা ভরে যার। শুক্রবার সকাল আনমানিক 9.30 মিঃ চান করতে গিয়ে বাঁকা নদীতে তলিয়ে গেল এক মধ্য বয়সী মহিলা। মহিলাটির নাম বাসন্তী ঘোষ। ঘটনাটি কালনার মন্তেশ্বরে গাবরুপুর গ্ৰামে। শুক্রবার সকালে সারে নয় টার সময় নিজের প্রতিবন্দী মেয়েকে নিয়ে চান করতে যায় বাড়ির পাশে বাঁকা নদীতে। মেয়েকে চান করিয়ে নদীর পাড়ে বসিয়ে নিজে জলে নামে ,নদীতে জলের স্রোত বেশি থাকায় জলে টেনে নেয়। গ্ৰামের বহু মানুষখরব তিন ঘন্টা চেষ্টা করেও উদ্ধার করতে পারিনি। প্রসাশনকে খবর দেওয়ায় প্রসাশন ডিজিস্টর মানেজমেন্ট পূর্ব বর্ধমান শাখা টিম এসে তিন ঘন্টায় দেহ উদ্ধার করতে পারেনি।