|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমান। “যতক্ষন দেহে আছে প্রান, প্রাণপনে সরাবো পৃথিবীর জঞ্জাল।” এই আদর্শকে সামনে রেখে পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের করুই গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত মেঝিয়ারী সতীশচন্দ্র স্মৃতি উচ্চবিদ্যালয়ে কন্যাশ্রী’দের দ্বারা ডেঙ্গু-প্রতিরোধ অভিযান শুরু হয়। উক্ত অভিযানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সুকান্ত কর্মকার ডেঙ্গু-প্রতিরোধে কন্যাশ্রী মেয়েদের এগিয়ে আসার আহম্বান জানান।এছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রজতাভ মল্লিক,প্রানকৃশান পাল সহআরও অনেকে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সীমা লাহা কন্যাশ্রী মেয়েদের নিয়ে একটি শোভাযাত্রা করেন।”ডেঙ্গু তাড়াও জীবন বাঁচাও” স্লোগান নিয়ে কন্যাশ্রীরা মেঝিয়ারী সংলগ্ন বাজার পরিক্রমা করে।সবকিছু মিলিয়ে এদিনের “ডেঙ্গু তাড়াও” অভিযান এলাকার মানুষের মনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে।