রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: সাধারণ নাগরিকদের উদ্ধারের জন্য সাময়িকভাবে মারিওপোলে সংঘর্ষবিরতি ঘোষণা রাশিয়ার

নতুন গতি নিউজ ডেস্ক: সাধারণ নাগরিকদের উদ্ধারের জন্য বৃহস্পতিবার সাময়িকভাবে যুদ্ধবিধ্বস্ত মারিওপোল শহরে সংঘর্ষবিরতি ঘোষণা করল রাশিয়া। নাগরিকদের উদ্ধারে মারিওপোল থেকে জাপরজাই শহর পর্যন্ত তৈরি হয়েছে মানবিক করিডর। রুশ ফৌজের নিয়ন্ত্রণে থাকা বারদিয়ানস্ক বন্দর হয়ে গিয়েছে করিডরটি।

    তবে বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি ঘোষণা হলেও আদৌ লড়াই থামবে কি না, তা স্পষ্ট নয়।

    এদিকে, চেরনোবিল থেকে ফৌজ সরাচ্ছে রাশিয়া বলে দাবি করেছে আমেরিকা।