গরু পাচারকারীদের সঙ্গে বিএসএফের সংঘর্ষে বুকে গুলিবিদ্ধ হয়ে মৃত এক!

নিজস্ব সংবাদদাতা : গরু পাচারকারীদের সঙ্গে সংঘর্ষ বিএসএফের।সরাসরি বুকে গুলিবিদ্ধ হয়ে মৃত এক গ্রামবাসী। সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে ত্রিপুরার সোনামুড়া দুর্গাপুরের বাংলাদেশ সীমান্তে। এখানে প্রায় ৮ কিলোমিটার জায়গায় এখনও কাঁটাতারের বেড়া নির্মাণ হয়নি। সম্প্রতি কাজ শুরু হয়েছে। বিএসএফের তরফে বলা হয়, ১৩৩ নম্বর বাহিনীর জওয়ানরা মধ্য রাতের পর টহলের সময় দেখতে পান, বাংলাদেশে কিছু গরু পাচারের প্রস্তুতি চলছে। তারা বাধা দিলে পাচারকারীরা ধারাল অস্ত্র নিয়ে আক্রমণ করে। জওয়ানরা গুলি চালাতে বাধ্য হন। গ্রামবাসীরা জানান, গুলিতে নিহত আলমগির হোসেন (৪২) পাচারকারী নন। গোলমাল শুনে গ্রামবাসীদের সঙ্গে তিনিও দেখতে গিয়েছিলেন। এই ঘটনা ঘিরে বিএসএফের বিরুদ্ধে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান, রাস্তা অবরোধ করেন। গ্রামের ভেতর দিয়ে বিএসএফের গাড়ি চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। বিএসএফ এবং গ্রামবাসীদের তরফে দুটি বিপরীত অভিযোগ সোনামুড়া থানায় জমা পড়েছে।

     

    এদিকে, সোমবার সন্ধ্যায় আগরতলা শহরের রবীন্দ্রভবন সংলগ্ন এলাকায় ফুটপাত জবরদখল করে খোলা একটি রেস্টুরেন্ট সরাতে গেলে গৌতম কর্মকার নামে এক যুবকের দ্বারা আক্রান্ত ও লাঞ্ছিত হন পুর নিগমের সহকারী কমিশনার আইএএস সজাদ পি. এবং ডেপুটি কালেক্টর সুবর্ণ মুড়াসিং। ওই যুবক শাসক দল বিজেপি-র শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ বলে পরিচিত। নামধাম দিয়ে ওই আইএএস অফিসার এবং ডেপুটি কালেক্টর সোমবারই থানায় অভিযোগ করেন। পুলিশ ২৪ ঘণ্টা পরও কাউকে গ্রেপ্তার করেনি।