দক্ষিণ ২৪ পরগনায় বিশেষ ক্ষমতাসম্পন্ন নাবালিকাকে ধর্ষণ!

নিজস্ব সংবাদদাতা : ফের বাংলায় লালসার শিকার নাবালিকা। এবার বিশেষ ক্ষমতাসম্পন্ন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল জেঠুর বিরুদ্ধে। নক্কারজনক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

     

    নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধেয় কিছুক্ষণ বাড়িতে একা ছিল কুলতলির ওই নাবালিকা। তার মা দোকানে গিয়েছিলেন। সেই সুযোগকেই কাজে লাগায় অভিযুক্ত। মেয়েটিকে একা দেখতে পেয়ে তাকে ডাকে অভিযুক্ত। সম্পর্কে জেঠু হওযায় স্বাভাবিকভাবেই নাবালিকা তাঁর কাছে চলে যায়। অভিযোগ, তখনই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত।নাবালিকা আর্তনাদ করতেই ছুটে যান নাবালিকার মা ও প্রতিবেশীরা। তখনই দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত। সোমবারই এ বিষয়ে কুলতলি থানায় অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷