|
---|
নিজস্ব সংবাদদাতা : বারাসতের কালীবাড়ি এলাকায় বৃদ্ধাকে খুনের অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম রাজ চক্রবর্তী ও রথীন পোদ্দার। সোমবার গভীর রাতে পুলিশ বৃদ্ধার দেহ উদ্ধার করেছে। পুলিশের সন্দেহ, দেহ উদ্ধারের প্রায় ২৪ ঘণ্টা আগেই বৃদ্ধাকে খুন করা হয়ে থাকতে পারে। সেই সূত্র ধরেই খোঁজ চালাচ্ছিল পুলিশ। শেষ পর্যন্ত মঙ্গলবার পুলিশের হাতে ধরা পড়ে যায় এই দুই ব্য়ক্তি। জানা যাচ্ছে, ঘটনার পর ওই দুই ব্যক্তি নিজেরাই এলাকার এক নেশামুক্তি কেন্দ্রে গিয়ে ভর্তি হয়ে গিয়েছিল। সেই নেশামুক্তি কেন্দ্র থেকেই ওই দুই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ।
বারাসত কালীবাড়ি এলাকায় ইলেকট্রিক সাপ্লাই অফিসের সামনেই বৃদ্ধার বাড়ি। বাড়িতে তিনি একাই থাকতেন। ছেলে কর্মসূত্রে পুণেতে থাকে। আর মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে। শ্বশুরবাড়ি বেলঘড়িয়ায়। সোমবার সারাদিন মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে, প্রতিবেশীর বাড়িতে ফোন করেন বৃদ্ধার মেয়ে। তখন প্রতিবেশীরা দেখে বৃদ্ধার বাড়ির বাইরে খবরের কাগজ পড়ে রয়েছে। দরজা ভিতর থেকে বন্ধ। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির পিছনের দিকের একটি দরজা দিয়ে ঢোকার চেষ্টা করে। তখন দেখা যায়, পিছনের দরজা ভাঙা। বাড়ির ভিতর সব লন্ডভন্ড অবস্থা। আর বৃদ্ধার দেহ ঘরের মধ্যে পড়ে রয়েছে। সেই থেকেই পুলিশের সন্দেহ হয়, বাড়িতে চুরি করতে ঢুকে ওই বৃদ্ধাকে খুন করে পালিয়েছে চোরের দল।