নববর্ষের প্রথম দিন দাসপাড়ায় গড়ে তোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেবা কেন্দ্র

আয়ুব আলি, উওর ২৪ পরগনা: নববর্ষের প্রথম দিন উওর ২৪ পরগনার অশোকনগরে ২ নং দৌলতপুর দাসপাড়ায় ১২ বিঘা জমির ওপর গড়ে তোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্হ্য সেবা কেন্দ্র,অনাথ আশ্রম, প্রতিবন্ধী সেবা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন হল।

    ওভাল সোশ্যাল একাডেমীর সভাপতি ও সম্পাদক যথাক্রমে বিশিষ্ট সমাজসেবী অরবিন্দ রায় ও বিশিষ্ট চিকিৎসক জীবন কৃষ্ণ রায়ের দান করাঐ ১২বিঘা জমিতে গড়ে তোলা হবে তার ই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। সংস্থার মুখ্য পরামর্শ (সি-ই-ও) আমিনুল ইসলাম জানান অশোক নগরকে বিশেষ মানচিত্রে স্থান করার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সর্ব ধর্মের আরাধনার স্থান হিসাবে তৈরী হবে বিশেষ মিউজিয়াম ও উপাসনালয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট জনেরা।