|
---|
আসমা খাতুন ,সেহারাবাজার : সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত চেতনা উৎসবে চাঁদের হাট । কবি কাজী নজরুলের ভাইপো রেজাউল করিম , নাতনি সোনালী কাজী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার ,পূর্ব বর্ধমানের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা সম্পা ধারা , বিধায়ক আলোক মাঝি ,কবি ,সাহিত্যিক,বুদ্ধিজীবী ,রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন । চেতনা উৎসবের উদ্বোধন করেন বঙ্গীয় সংখ্যা লঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক ওয়ায়েজুল হক ।তিনি বলেন শুধু মাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না নৈতিক শিক্ষা অর্জন করতে হবে । তিনি বিখ্যাত সাহাবী আলকামার কাহিনী বর্ণনা করেন , সাহাবী অনেক ভালো কাজ করা সত্ত্বেও মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য কত কঠিন সমস্যায় পড়েছিল তা সুন্দর ভাবে ব্যাখ্যা করেন । এদিনের এই সেমিনার থেকে দুজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় ট্রাই সাইকেল। একইসঙ্গে 30 জনকে আর্থিক সহায়তাও করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন রাজ্যের প্রধান পানিসম্পদ উদ্যানপালন কৃষি মৎস্য উপদেষ্টা প্রদীপ কুমার মজুমদার। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন এই মিশন মানুষ গড়ার কারিগর হিসাবে যে ভাবে কাজ করছে তা খুবই প্রশংসনীয় । এই মিশনে পাশে ছিলাম আগামীতেও থাকবো । অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক মাঝি ,জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ রায় ,কে জি এন মার্বলের কর্ণধার হাজি সিরাজুল সাহেব সহ অসংখ্য অতিথি। অনুষ্ঠানের শেষ দিনে কবি কাজী নজরুলের ভাইপো রেজাউল করিম নাতনি সোনালী কাজীর হাত ধরে বিদ্রোহী কবিতার ১০০ বছর পূর্তি পালন করা হয় । এই নিয়ে ট্রাস্টের নিজস্ব সাহিত্য পত্রিকা আলো আঁধারি বিশেষ সংখ্যা প্রকাশ করে ।কাজী রেজাউল করিম বলেন কবি নজরুলের নামে তৈরী হওয়া তথ্যচিত্র খুঁজে পাওয়া যাচ্ছেনা যেটা খুবই লজ্জার । সোনালি কাজী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে আকুল প্রার্থনা জানান কবির গ্রামের দিকে লক্ষ্য দেওয়ার জন্য । জন্য ।চুরুলিয়া আজও অবহেলার পাত্র হয়ে আছে ট্রাস্টের সম্পাদক হাজি কুতুবুদ্দিন বলেন মানুষের শুভ চেতনার বিকাশ ঘটানোর উদ্দেশ্য নিয়ে তারা চেতনা উতসব করে থাকেন ।