সাক্ষরতা দিবসে, সংবর্ধনা ও পাঠ্যপুস্তক তুলে দেওয়া হলো পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে

নিজস্ব সংবাদদাতা : কৃষ্ণনগর,নদীয়া, ৮ ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে,সংবর্ধনা ও পাঠ্যপুস্তক তুলে দেওয়া হলো পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। উল্লেখ্য সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস দল অনুমোদিত একমাত্র মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ এর উপস্থিতিতে নদীয়া জেলা তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নদীয়া জেলার কৃষ্ণনগর পৌরসভার কনফারেন্স হলে গুণীজন সংবর্ধনা ও পথশিশুদের হাতে পাঠ্য বই ও অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়। ১৯৬৬ সাল থেকে ইউনেস্কো ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করে আসছে। এ দিবসটি পালনের মাধ্যমে সারা বিশ্বের মানুষকে তারা বলতে চায়, সাক্ষরতা একটি মানবীয় অধিকার এবং সর্বস্তরের শিক্ষার ভিত্তি। প্রতি বছর একটি বিশেষ প্রতিপাদ্যকে সামনে রেখে সে বছর সাক্ষরতা দিবস পালন করা হয়।কৃষ্ণনগরের অনুষ্ঠান স্থল থেকে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ বলেন শুধু সাক্ষরতার মাধ্যমে অর্থনৈতিক মুক্তিই নয়; বরং সামাজিক, সাংস্কৃতিক ও মানসিক মুক্তি আনয়নের মাধ্যমে প্রাত্যহিক জীবনে শান্তি প্রতিষ্ঠা করাই এর লক্ষ্য। কেননা সাক্ষরতা শান্তি স্থাপনে অবদান রাখে এবং মানুষের ব্যক্তিগত স্বাধীনতা অর্জনে সহায়তা করে। শুধু তা-ই নয়, বিশ্ব সম্পর্কে ভালো ধারণা অর্জনেও সাক্ষরতা কাজ করে। যিনি লিখতে ও পড়তে পারবেন, এক মাত্র তিনিই জানবেন দেশ ও দেশের বাইরে কোথায় কী ঘটছে। এটি এমন একটি মাধ্যম, যা পারস্পরিক দ্বন্দ্ব ও সংঘাত নিরসন এবং প্রতিরোধেও সহায়তা করে। সাক্ষরতার সঙ্গে শান্তির সম্পর্ক বা যোগাযোগ এতটাই বেশি যে অস্থিতিশীল, অগণতন্ত্রকামী এবং সংঘাতপূর্ণ দেশগুলোতে সাক্ষরতার পরিবেশ প্রতিষ্ঠিত করা কিংবা বজায় রাখা কঠিন হয়ে দাঁড়ায়।তাই মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের উপস্থিত সদস্যদের তিনি বলেন শুধু বিদ্যালয় কেন্দ্রীয় পঠন পাঠন করার পাশাপাশি পথশিশুদের শিক্ষার ব্যবস্থা করা আমাদের সকলের প্রত্যাশা। একইসঙ্গে তিনি বলেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি,সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়,রাজ্য সভাপতি সুব্রত বক্সী সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সহকর্মী রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবদের নির্দেশে প্রতিটি মূহুর্ত কাজ করে যাচ্ছে এই সংগঠন। বিগত দিনের ন্যায় আগামীদিনেও রাজ্যের সর্বত্র দলের নির্দেশে কাজ করবে এই সংগঠন।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর। অনুষ্ঠানটি আয়োজনে গুরু দায়িত্ব পালন করেন সংগঠনের নদীয়া জেলা কমিটির নেতৃত্ব আবুল হোসেন বিশ্বাস,জাহিদুল ইসলাম, মাসুম হোসেন, মামুন হালসানা,সোহোরাব হোসেন,হাবিবুর রহমান,সানি আহমেদ,মোস্তফা,পলাশ, কণিকা,পলাশ বিশ্বাস, বুলবুল সেখ,মোস্তফা সহ অন্যান্যরা।