|
---|
নিজস্ব প্রতিনিধি , তমলুক: গত শনিবার বেলা ১২ টার সময় বাজকুল মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ইংরাজী বিভাগের ছাত্রছাত্রীদের বিদায় সংবর্দ্ধনা করলো দ্বীতিয় বর্ষের ছাত্রছাত্রী সহ কলেজের শিক্ষক শিক্ষাকাগন ৷ খবর সূত্রে কলেজের ছাত্র সৌরভ সামন্ত আমাদের প্রতিনিধি শেখ আরেফুল কে জানান যে , ক্ষুদ্র এক প্রয়াস নিয়ে এগোতে গিয়ে দিনের শেষে এক বিশাল পাওয়া হল কলেজের সবার মুখে একচলতি হাসি ৷
চেনা শিক্ষক ও শিক্ষিকাদের পেলাম এক নতুন ভুমিকায় ও নতুন ভাবে ৷ সৌরভ আরো বলেন যে , সমস্ত ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা ও শিক্ষক শিক্ষিকাদের মনকড়া অনুষ্ঠান সত্যি মনে রাখার মতো ৷ বিদায় শব্দটি অনেক কষ্টের হলেও তবুও আজ আমায় বলতে হচ্ছে, কারন আজ আমি এবং আমার সহপাঠীরা সেই শব্দটার সামনে দাড়িয়ে আছি,বাস্তবতা কল্পনা এত দূরে কেন জানিনা,আজ ছেড়ে যেতে হবে আমাদের স্বপ্নের বীজবোনা সেই বীজতলা, ছেড়ে যেতে হবে ছায়া দেওয়া সেই বড় বড় কলেজের গাছগুলো,আমাদের প্রিয় স্যারদের বলছি,আমারা যদি আপনাদের চোখে কোন অন্যায় করে থাকি নিজের সন্তানের মত ভেবে আমাদের ক্ষমা করে দিবেন,আমাদের সুন্দর ভবিষ্যৎ এর জন্য আর্শিবাদ করবেন ৷