|
---|
বীরভূম: পড়ুয়াদের আন্দোলনের চাপে সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে পারলোনা বিশ্বভারতীতে। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের একাংশের অভিযোগ, বিশ্বভারতী কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার কোনও উদ্যোগ নিচ্ছে না। অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় ২০০ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ।
জানা গেছে, পরীক্ষা নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছিলেন ছাত্রছাত্রীরা। কারণ, বিশ্বভারতীতে লাগাতার ছাত্র আন্দোলন চলছে। পঠনপাঠন স্বাভাবিক হলেও কোনও পরীক্ষা হচ্ছেনা।
এদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীদের অবিভাবকদের সঙ্গে বৈঠকে বসে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, ছাত্রছাত্রীদের দাবি মত মাধ্যমিকে এবং উচ্চমাধ্যমিক অনলাইনে পরীক্ষা হওয়ার কথা। কিন্তু কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এই দুটি পরীক্ষা অফলাইনে হবে। তাই অভিভাবকরা চাইলে এই পরীক্ষা বন্ধ করতে পারে। আন্দোলনরত ছাত্রছাত্রীরা পরীক্ষা বন্ধ করতে যাবে না।
এই বিষয়ে এসএফআই নেতা সোমনাথ সৌ এবং শুভ নাথ জানান ”উচ্চমাধ্যমিক পরীক্ষায় আন্দোলনরত ছাত্রছাত্রীরা কোনও বাধা দিতে যাবে না। অবিভাবকদের সঙ্গে বৈঠক করা আমরা জানিয়ে দিয়েছি। এখন অভিভাবকরা চাইলে তারা পরীক্ষা বন্ধ করবে। কারণ, এই পরীক্ষা অনলাইন হওয়া উচিত।”