|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : বাংলা, বিহার,ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দৌলার বলিদান স্মরণে একটি বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়, মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর রঘুনাথগঞ্জ রবীন্দ্রভবনে,ভারতের স্বাধীনতা প্রাপ্তির ৭৫ তম বছর উপলক্ষে এদিনের অনুষ্ঠান। রবিবার বিকেল চারটে নাগাদ অনুষ্ঠানের শুভ সূচনা হয় জঙ্গীপুর সাহিত্য সমন্বয় পরিষদ এবং মুর্শিদাবাদ জেলা বুদ্ধিজীবী মঞ্চের যৌথ উদ্যোগে। এদিনের চলচ্চিত্র প্রদর্শনীতে পলাশীর ষড়যন্ত্র এবং নজরুল জীবন পরিক্রমা দেখানো হয়। এই চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন মুজিবর রহমান এবং প্রযোজনায় ছিলেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, সংস্কৃতি মন্ত্রক ভারত সরকার। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ সোহরাব, বিশিষ্ট সাহিত্যিক কাজী আমিনুল ইসলাম, বিশিষ্ট প্রাবন্ধিক মজিবুর রহমান, জেলা পরিষদের সদস্যা রুবিয়া সুলতানা জুলফিকার আলী, গুলজার হোসেন, গোলাম কাদের, সোমনাথ কর, স্বপন কুমার চক্রবর্তী, রহমতুল্লাহ, আব্দুস সালাম, রাফিকুজ্জামান সহ জেলার একাধিক কবি সাহিত্যিকরা।