ভাসা সেতুর উদ্বোধন, লোকপুর থানার নোওপাড়া মোড়ে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- বীরভূম জেলার লোকপুর থানার নওপাড়া মোড় সংলগ্ন এলাকার নবনির্মিত ভাসা সেতুটির উদ্বোধন করা হয় রবিবার। উল্লেখ্য বছর কয়েক পূর্বে খয়রাসোল বাবুইজোড় রাস্তার উপর নোওপাড়া মোড়ে থাকা সেতুর মধ্যে ফাটল দেখা যায়। দুর্বল সেতুর জন্য প্রশাসনের তরফে সকল রকম চার চাকা এবং ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয় যারফলে ঘুরপথে সমস্ত গাড়ি যাতায়াত করে।কিছুদিন পরেই অসুবিধা দূরীকরণে তথা যানবাহন চলাচলের জন্য সেতুর উত্তর দিকে তড়িঘড়ি অস্থায়ী সেতু নির্মান করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

    যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হলে ও অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে এবং জলনিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় রোপণ করা ধানের জমি জলে ডুবে যায়,ক্ষতিগ্রস্ত হয় বহু চাষী। এর পরিপ্রেক্ষিতে পিডাব্লুডি রোডস, ডিভিসন ২ এর সহায়তায় নতুন ভাবে ভাসা সেতুর অনুমোদন পাওয়া যায়।অনুমোদন পাওয়ার কয়েক মাসের মধ্যে পুরাতন ব্রিজটির দক্ষিনদিকে পাকাপাকি ভাবে ভাসা সেতুটির নির্মান কাজ সম্পন্ন করা হয়। রবিবার এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে সেতুটির শুভ উদ্বোধন করা হয় তথা আজ থেকে সেই সেতুর উপর দিয়ে চলাচল করতে শুরু করে যানবাহন,যারপরনাই গাড়ি চালক থেকে এলাকাবাসী খুশি ব্যাক্ত করেন।

    এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ,জেলা যুব সভাপতি দেবব্রত সাহা,জেলা পরিষদ সদস্যা আঁখি অধিকারী,খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন অধিকারী,খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, ব্লক নেতৃত্ব সেখ জয়নাল,কাঞ্চন দে, নাকড়াকোন্দা অঞ্চল তৃনমূলের সভাপতি শ্রীমন্ত মুখার্জী সহ অন্যান্য ব্লক,অঞ্চল নেতৃত্ব ও এলাকার সাধারণ মানুষেজন।