|
---|
নিজস্ব প্রতিবেদক:- আত্মবিশ্বাস এবং মনের জোরের কাছে হার মানে সমস্ত বাধা বিপত্তি, প্রমাণ করলেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী অঙ্কিতা। বুধবার ছিল উচ্চ মাধ্যমিকের দর্শন বিষয়ের পরীক্ষা। হাসপাতালে বসেই সেই পরীক্ষা দিলেন তিনি। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার গোকর্ণ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অঙ্কিতা কোনাই। এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। বর্তমানে তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা।মঙ্গলবার রাতে হঠাৎই শারীরিক অসুস্থতা বোধ করেন অঙ্কিতা। তীব্র জ্বরের কারণে অঙ্কিতাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। চিকিৎসার জন্য অঙ্কিতাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা হাসপাতালে ভর্তিও করে নেন অঙ্কিতাকে। যদিও হাসপাতলে ভর্তি থাকার জন্য পরিবারের সদস্যরা ভাবতেও পারেননি যে, অঙ্কিতা বুধবার উচ্চ মাধ্যমিকের নির্দিষ্ট বিষয়ের পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু আত্মবিশ্বাসী অঙ্কিতা দৃঢ় প্রত্যয়ের সাথে পরিবারকে জানিয়ে দেন পরীক্ষা দেবেনই।পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। শিক্ষকরাও তাঁর এই মনোভাবকে সম্মান দিয়ে তৎপর হয়ে ওঠেন। অবশেষে কান্দির গোকর্ণ উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কান্দি মহকুমা হাসপাতালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় অসুস্থ অন্তঃসত্ত্বা অঙ্কিতা কোনাই-এর জন্য। হাসপাতালে বসে অসুস্থ অবস্থায় উচ্চমাধ্যমিকের দর্শন পরীক্ষা দিয়ে বুধবার দৃষ্টান্ত তৈরি করার পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অঙ্কিতা প্রমাণ করলেন আত্মবিশ্বাস এবং মনের জোরের কাছে সকল বাধা-বিপত্তি হার মানে।