|
---|
নিজস্ব সংবাদদাতা : সরকারি চাকরি দেওয়ার নামে প্রায় ২৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখার হাতে গ্রেফতার তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক-সহ ৩।স্থানীয় সূত্রে অভিযোগ, কখনও রেশনের ডিলারশিপ, কখনও ফুড ইন্সপেক্টর, কখনও বা প্রাথমিক শিক্ষক পদে চাকরির টোপ দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বিরুদ্ধে।
কী জানায় পুলিশ?
পুলিশ সূত্রে খবর, অভিযোগ প্রকাশ্যে আসতেই গা ঢাকা দেন তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক। গতকাল তিনটি দলে ভাগ হয়ে হাওড়া, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় অভিযান চালায় রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখা। রায়দিঘি থেকে গ্রেফতার করা হয় তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক-সহ ৩ জনকে। আপ্ত সহায়কের সঙ্গে সম্পর্ক ছিল না, দাবি তেহট্টের তৃণমূল বিধায়কের। অন্যদিকে, হলদিয়া থেকে ধৃত দাগী চোর। চুরির টাকায় বিলাসবহুল জীবন ছিল তার। কয়েকলক্ষ টাকা দামের মোটরবাইক, বহুমূল্য বিদেশি ঘড়ি, দামী মোবাইল ফোন। এসবেই অভ্যস্ত ছিল দিল মহম্মদ। হলদিয়া থেকে দিল্লি। সব জায়গাতেই পুলিশের খাতায় দাগী চোর হিসেবে তার নাম রয়েছে। এ হেন দুষ্কৃতীকে গতকাল গ্রেফতার করেছে হলদিয়া থানার পুলিশ। বুধবার হলদিয়ার ক্ষুদিরাম নগরে একটি বাড়িতে চুরির ঘটনায় ওই দুষ্কৃতীর মোটরবাইকের নম্বর মেলে। সেই সূত্রেই গ্রেফতার। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ দেড়লক্ষ টাকা, প্রায় ১৫ লক্ষ টাকার সোনার গয়না, দামী বিদেশি ঘড়ি ও মোবাইল ফোন।