|
---|
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- আজ ৫ ই সেপ্টেম্বর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে সারা দেশ ব্যাপী দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। সেরূপ আজকের বিশেষ দিনে মানুষ গড়ার কারিগর অর্থাৎ শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয় পুলিশের পক্ষ থেকে।
আজ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার ব্যবস্থাপনায় স্থানীয় থানা এলাকায় অবস্থিত ৭ টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি সকল শিক্ষকদের মিষ্টিমুখও করানো হয়। এদিন সদাইপুর থানা এলাকার করমকাল এস.এন বিদ্যাপীঠ, চিনপাই উচ্চ বিদ্যালয়, বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়, ভুরকুনা কবিগুরু উচ্চ বিদ্যালয়, পানুড়িয়া উচ্চ বিদ্যালয়, যাত্রা খোদেজা খাতুন উচ্চ বিদ্যালয় এবং সাহাপুর সীতানাথ উচ্চ বিদ্যালয়ে সদাইপুর থানার পুলিশ গিয়ে শিক্ষকদের সংবর্ধনা প্রদান করেন। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানার ব্যবস্থাপনায় এরূপ চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষককূল সহ এলাকাবাসী।