|
---|
নিজস্ব প্রতিবেদকঃ একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ স্মরণে সভা করবে তৃণমূল কংগ্রেস। এই সভার প্রধান বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাই উপলক্ষে দিকে দিকে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। একুশে জুলাই উপলক্ষে করা হচ্ছে দেয়াল লিখুন ও প্রস্তুতি সভা। রবিবার গড়বেতার ৯নং অঞ্চলে এক মহা মিছিল অনুষ্ঠিত হয়। এদিন মিছিলে পা মিলিয়ে ছিলেন অজস্র তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। মিছিলটি তালডাঙ্গা থেকে ফাতেসিংপুর পালের গদিতে শেষ হয়। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ পশ্চিম মেদিনীপুর তৃণমূল শিক্ষক সমিতির চেয়ারম্যান তথা গড়বেতার ব্লক নেতৃত্ব শান্তনু দে, ব্লক সভাপতি সেবব্রত ঘোষ অঞ্চল সভাপতি বিনোদ সিংহ সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।